কদর বা তাকদীর আল্লাহর তা‘আলার ইচ্ছার ওপর নির্ভরশীল। আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। তিনি যা ইচ্ছা তা করেন। তাকদীরের উপর ঈমান রাখা আল্লাহর রবুবিয়াতের ওপর ঈমান আনার অংশ।
এ ভিডিওটিতে তাকদীরের ওপর ঈমান আনা সম্পর্কে সহীহ আকীদা তুলে ধরা হয়েছে।
مشاركة
استخدم رمز الاستجابة السريعة (QR) لمشاركة بيان الإسلام بسهولة مع الآخرين