উক্ত ভিডিওটিতে যাকাতের অর্থ, সংজ্ঞা, বিধি-বিধান, ফরয যাকাত ও নফল দান-সাদাকার শর‘ঈ প্রেক্ষিত, উভয়ের ফযীলত, যাকাত আদায় না করার ভয়াবহ পরিণতি, কোন কোন মালে যাকাত ফরয হয়, কতটুকু সম্পদে কী পরিমাণ যাকাত ফরয হয়, এবং কাদের মধ্যে যাকাত বন্টন করতে হয় -কুরআন ও হাদীসের আলোকে তার বিষদ বর্ণনা উপস্থাপন করা হয়েছে।
مشاركة
استخدم رمز الاستجابة السريعة (QR) لمشاركة بيان الإسلام بسهولة مع الآخرين