এ ভিডিও লেকচারটিতে সালাতের গুরুত্ব, তাৎপর্য, সালাতের ফরয হওয়া এবং সালাত ত্যাগকারীর বিধান সম্পর্কে কুরআন-সুন্নাহর আলোকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেমন, আল্লাহ বলেন, “নিশ্চই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে আদায় করা ফরয।”
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
১. “কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব হবে।”
২. “যে ইচ্ছা করে সালাত ছেড়ে দিল সে কুফুরী করল।”
৩. “আমাদের মাঝে আর কাফিরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত।” ইত্যাদি।
مشاركة
استخدم رمز الاستجابة السريعة (QR) لمشاركة بيان الإسلام بسهولة مع الآخرين