গোসল ও তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন
(বাংলা)
اللغة:বাংলা
إعداد:আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
نبذة مختصرة:
এ লেকচারটিতে গোসল ও তায়াম্মুম করার পদ্ধতি নিয়ে আলোকপাত করা হয়েছে। রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক গোসল করা। গোসল করার পদ্ধতি:
১। মনে মনে সঙ্কল্প করে বিসমিল্লাহ বলবে।
২। অযু করবে তবে পা ধৌত করার কাজ গোসলের কাজ শেষ করার পর করবে।
৩। মাথার উপর ৩ বার পানি দিবে।
৪। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করবে।
যখন পানি পাওয়া যাবে না তখন তায়াম্মুমের মাধ্যমে কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে তা ব্যাখ্যা করা হয়েছে এবং সর্বশেষে তায়াম্মুম করার পদ্ধতিসমূহ তুলে ধরা হয়েছে।
مشاركة
استخدم رمز الاستجابة السريعة (QR) لمشاركة بيان الإسلام بسهولة مع الآخرين