কুরআন ও সুন্নাহর আলোকে তাওবা ও পাপমোচনকারী কিছু আমল
(বাংলা)
اللغة:বাংলা
إعداد:মো: আব্দুল কাদের
نبذة مختصرة:
আল্লাহর কাছে তাওবা করা মুমিনের একান্ত কর্তব্য। তাওবার মাধ্যমে মুমিন আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসে। তার অবাধ্যতা থেকে দূরে অবস্থান করে। এ তাওবার ব্যাপারে কুরআন ও সুন্নায় যে সব তথ্য এসেছে এ প্রবন্ধে তার কিছু অংশ তুলে ধরা হয়েছে। এছাড়াও তাতে তাওবার শর্তসমূহ, তাওবাতুন নাসূহের সংজ্ঞা এবং কী কী সৎ আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় ইত্যাদি তুলে ধরা হয়েছে।
مشاركة
استخدم رمز الاستجابة السريعة (QR) لمشاركة بيان الإسلام بسهولة مع الآخرين